আজ শনিবার সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দলের সদস্যরা তাদের সাফল্যের পেছনে লুকিয়ে থাকা কঠিন পরিশ্রম ও সংগ্রামের গল্প তুলে ধরেন। অধ্যাপক ইউনূস তাদের অভিজ্ঞতা শুনে গভীরভাবে প্রভাবিত হন এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য সমস্ত সম্ভাব্য সহযোগিতা করার আশ্বাস দেন।
গত ৩০ অক্টোবর, কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ নারী দল এই শিরোপা জিতে নেয়। এই জয় বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক।
প্রধান উপদেষ্টা বলেন, “তোমাদের এই সাফল্য পুরো দেশকে গর্বিত করেছে। তোমরা শুধু খেলাধুলায় নয়, নারীদের সক্ষমতা প্রমাণ করেছ।”
দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং অন্যান্য খেলোয়াড়রা তাদের ব্যক্তিগত জীবনের সংগ্রাম, আর্থিক চ্যালেঞ্জ এবং স্বপ্নের কথা শেয়ার করেন। ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের মারিয়া, যার বাবা ছোটবেলায় মারা যান, তার মায়ের সঙ্গে সংগ্রাম করে এই অর্জন করেছেন। উইঙ্গার কৃষ্ণা রানী সরকার ঢাকায় আবাসনের সমস্যা এবং মিডফিল্ডার মানিকা চাকমা খাগড়াছড়ির দূরবর্তী এলাকা থেকে উঠে আসার সংগ্রামের কথা শেয়ার করেন।
খেলোয়াড়রা প্রধান উপদেষ্টার কাছে আরও ভালো প্রশিক্ষণ, আধুনিক সুবিধা এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ দেওয়ার অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা তাদের সকল দাবি বিবেচনা করার আশ্বাস দেন, এবং প্রত্যেক খেলোয়াড়কে তাদের ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম ও তাদের বিভিন্ন দাবি আলাদাভাবে কাগজে লিখে তাঁর কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলেন।
অনুষ্ঠানে কোচ পিটার বাটলার এবং ম্যানেজার মাহমুদা আক্তারসহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, সুপ্রদীপ চাকমা, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং নূরজাহান বেগম উপস্থিত ছিলেন।