অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ২-২ গোলে ড্র করে চলতি লা লিগায় ফের পয়েন্ট হারাল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা । এই ড্রয়ের ফলে লা লিগার শিরোপা লড়াইয়ে আরো এক ধাপ পিছিয়ে গেল মেসির দল ।
Messi's 700th goal not enough as @atletienglish fight back for a point at the Camp Nou. 🤝#BarçaAtleti 2-2 pic.twitter.com/qZ1PY1lGOO
— LaLiga English (@LaLigaEN) June 30, 2020
আজ বাংলাদেশ সময় রাত দুইটায় ক্যাম্প ন্যুতে নিজেদের মাঠে পয়েন্ট হারাল বার্সেলোনা । খেলার শুরুতে ১১ মিনিটে আর্জেন্টাইন তারকা মেসির কর্নার কিক ডি কস্তার পায়ে লেগে এক আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে ম্যাচের ১৯ মিনিটে সাউলের পেনাল্টি শটে খেলায় সমতা ফিরে আসে ।
বিরতির সামান্য পর অ্যাটলেটিকোর ডি বক্সে ফাউলের শিকার হন স্যামেদো। পেনাল্টি থেকে ক্যারিয়ারের ৭০০তম গোলটি (Messi’s 700th Goal) করেন বার্সেলোনার লিওনেল মেসি। ৫০ মিনিটে স্প্যানিশ জায়ান্টরা ২–১ গোলে এগিয়ে যায়।
খেলার চরম উত্তেজনা অবস্থায় বার্সার ডি–বক্সে বল নিয়ে ঢোকার সময় ফাউলের শিকার হন ক্যারেসকো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৬২ মিনিটে সাউলের এক পেনাল্টি শটের মাধ্যমে খেলা ২-২ গোলে সমতায় আসে ।
📊🔝 Barça's slip-up means @realmadriden stay top of #LaLigaSantander. pic.twitter.com/dP49NpnZG6
— LaLiga English (@LaLigaEN) June 30, 2020
শেষ পর্যন্ত কোন দলই আর গোল করতে না পারায় ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসির দল ।
এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হল ৭০ এবং মাদ্রিদের ৫৯।