আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের প্রথমভাগে দেখা মিলল দাপুটে বার্সেলোনার। পথ দেখালো লিওনেল মেসির অসাধারণ ফ্রি কিক। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ছন্দপতন হলেও আবারও ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় তুলে নিল রোনাল্ড কুমানের দল।

কাম্প নউয়ে রোববার রাতে লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্দি আলবার আত্মঘাতী গোলে আশা জাগে বিলবাওয়ের। তবে অঁতোয়ান গ্রিজমানের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

ম্যাচের প্রথমার্ধে বেশ দাপুটে ফুটবলই খেলেছে বার্সা। ২০ মিনিটে লিওনেল মেসির গোলে লিডও নেয়। এছাড়া অনেকগুলো ভালো আক্রমণ নস্যাৎ করে দেন অ্যাথলেটিকো গোলরক্ষক উনায় সিমন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অস্বস্তিতে পড়ে বার্সা। ৪৯ মিনিটে জর্ডি আলবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে অ্যাথলেটিকে। সমতায় ফেরার পর আরও চাঙ্গা হয়ে উঠে অতিথিরা। বার্সার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে একের পর এক আক্রমণে।

তবে ৭৪ মিনিটে ওসমান ডেম্বেলের পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন অ্যান্তনিও গ্রিজম্যান। শেষ পর্যন্ত লিড ধরে রেখে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রোন্যাল্ড ক্যোমেনের শীষ্যরা।

এ বছরে লিগে এটিই ঘরের মাঠে বার্সেলোনার প্রথম ম্যাচ। টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচে জেতার পর চেনা আঙিনায় চেনা রূপে ধরা দিল দলটি।
দিনের আরেক ম্যাচে লুইস সুয়ারেসের জোড়া গোলে কাদিসের মাঠে ৪-২ ব্যবধানে জিতে শীর্ষস্থান আরও মজবুত করেছে আতলেতিকো মাদ্রিদ। ১৯ ম্যাচে ১৬ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৫০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here