মাত্র ১২ মিনিটে ৪ গোল! অবিশাস্য এক পারফরমান্স দেখিয়ে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ ব্যবধানে উড়িয়ে কোপা দেল রের শিরোপা জিতেছে বার্সেলোনা।
শনিবার রাতে সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে কোপা দেল রের ফাইনাল ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধেও গোলের দেখা না পাওয়া বার্সা ছিল শঙ্কায়। গত শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। অবশেষে ৬০ মিনিটে গ্রিজম্যানের গোল দিয়ে শুরু হয় কাতালান দলটির গোল উৎসব । ৬৩ মিনিটে জর্দি আলবার ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং।
এরপর বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ৬৮ ও ৭২ মিনিটে দুই গোল করে দলের স্কোরলাইন ৪-০ করেন । এভাবেই ৬০-৭২ এই ১২ মিনিটের মধ্যেই বার্সেলোনা খেলা শুরু করে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।
২০১৯ সালের পর প্রথম কোন শিরোপার দেখা পেল বার্সা । এই নিয়ে ৩১ বার কোপা দেল রে চ্যাম্পিয়ন হল মেসির দল। তবে এর মধ্যে মেসি ৭ বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন।