কয়েকদিন আগে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর আজ এক বিদায়ী সাংবাদিক সম্মেলনে চোখ ভিজিয়ে মেসি বলেন, তাঁর ইচ্ছার বিরুদ্ধেই তাঁকে বার্সেলোনা ছাড়তে হচ্ছে ।
Greatest Applause
Of
All
Time pic.twitter.com/YoJt8nkTZc— FC Barcelona (@FCBarcelona) August 8, 2021
তিনি বলেন, “আমার চুক্তি কখনই সমস্যা ছিল না । ক্লাব বলছে লা লিগার কারণে এটা সম্ভব হয়নি। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আমি এখানে থাকার জন্য যা করণীয় তাই করেছি। গত বছর থাকতে চাইনি এবং আমি তা বলেছিলাম, কিন্তু এই বছর এটি ভিন্ন ছিল”।
৩৪ বছর বয়সী আর্জেন্টিনার সুপারস্টার, ছয়বার ব্যালন ডি’অর বিজয়ী, মেসি বলেন, ‘আমি সবসময় নম্রতা ও শ্রদ্ধার সঙ্গে আচরণ করার চেষ্টা করেছি। আমি আশা করি, ক্লাব ছাড়ার সময় সেটাই আমি রেখে যাচ্ছি।’
সাংবাদিকদের সম্মেলনে তিনি জানান, ‘ এই বছর, আমার পরিবার এবং আমি নিশ্চিত ছিলাম যে আমরা এখানে থাকব । এটাই আমার বাড়ি।’
মেসি তার তাত্ক্ষণিক পরিকল্পনা কি তা বলেননি, কিন্তু বলেছেন প্যারিস সেন্ট জার্মেইনে যোগদান করার সম্ভাবনা রয়েছে ।
তবে, খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, যতদিন আমার শরীর আমাকে সাপোর্ট করবে, ততদিন খেলা চালিয়ে যাবেন ।