রিচার্লিসন, নেইমার, কুতিনহো ও জেসুসের গোলে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
Neymar scored a pair of penalties to move to within four goals of Pele at the top of the country's all-time scoring list as Brazil cruised to a 5-1 win over fellow World Cup qualifiers South Korea at Seoul World Cup Stadium on Thursday. https://t.co/7ANZDCP7uv
— Reuters Sports (@ReutersSports) June 2, 2022
আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই ম্যাচ অনুষ্ঠিত হয় । ম্যাচের প্রথমার্থের ৭ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসন গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর ৩১ মিনিটে গোল করে দলকে সমতায় আনেন দক্ষিণ কোরিয়ার হিউয়ান উই-জু।
৪২ মিনিটে পেনাল্টির মাধ্যমে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার গোলে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে ব্রাজিল।
ম্যাচের দ্বিতীয়ার্থের ৫৭ মিনিটে ফের পেনাল্টি পায় ব্রাজিল। এবারও পেনাল্টি থেকে গোল নিশ্চিত করে দলের ব্যবধান ৩-১ বাড়ান নেইমার।
এরপর ৭৮ মিনিটে নেইমারের বদলি হিসেবে নামা ফিলিপে কুতিনহোর ডান পায়ের জোরালো শট লক্ষ্যভেদ করে বল দক্ষিণ কোরিয়ার জালে প্রৰেশ করে। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ৯০+৩ মিনিটে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।
খেলার শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নেইমাররা।