চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে পিএসজিকে ২-০ গোলে গোলে হারাল ম্যানচেস্টার সিটি । আগের খেলায় পিএসজিকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছিল তারা। এই জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে পেপ গুয়ার্দিওলার দল।
🔝 Manchester City have won their last 7 matches in the competition, breaking the record for the longest winning run by an English team in European Cup/Champions League history 👏#UCL pic.twitter.com/JXEfN648FK
— UEFA Champions League (@ChampionsLeague) May 4, 2021
ইতিহাদ স্টেডিয়ামে রিয়াদ মাহরেজের দুই গোলে সিটির জয় নিশ্চিত হয় । খেলার শুরুতে পিএসজি প্রতিপক্ষের মাঠে বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবলে সিটিকে চেপে ধরে। সপ্তম মিনিটে মাঠের রেফারি পেনাল্টি দিলেও ভিএআরের সাহায্য পরিবর্তন হয় সিদ্ধান্ত। এর কিছু পরেই ১১ মিনিটেই মাহরেজের গোলে এগিয়ে গেল স্বাগতিক দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে সিটির দুর্দান্ত আক্রমণকে ঠেকাতে পারেনি পিএসজি । খেলার ৬৩ মিনিটে আবারও আলজেরিয়ার ফরোয়ার্ড মাহরেজের গোলে এগিয়ে যায় সিটি । এরপর পিছিয়ে থেকে মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে দি মারিয়া ৬৯তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন। অযথা সাইডলাইনে বাইরে দাঁড়িয়ে থাকা সিটির অধিনায়ক ফের্নানদিনিয়োকের পায়ে পাড়া দিয়ে বহিষ্কার হন আর্জেন্টাইন মিডফিল্ডার।
এরপর ১০ জন নিয়ে সফরকারীদল খেলায় ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়। বরং ৭৭তম মিনিটে ফোডেনের শট পোস্টে লেগে ফিরে যাওয়াতে ব্যবধান আর বাড়তে পারেনি ।