ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে রেকর্ড করা জয় পেয়েছে ইতালি।

শুক্রবার রাতে রোমের স্তাদিও অলিম্পিকোয় ইউরোর উদ্বোধনী ম্যাচে তুরস্কের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ইউরোর স্বাগতিকরা। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়।

ইউরোর প্রথম ম্যাচে ইতালির করা তিনটি গোল এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান চিরো ইম্মোবিলে ও লরেন্সো ইনসিনিয়ে।

২০১৮ সালে নেশন্স লিগে পর্তুগালের বিপক্ষে হারের পর আর কোনো ম্যাচে হারেনি ইতালি।

রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার ছয় মাস পর ইতালি দলের কোচের দায়িত্ব পান রবের্তো মানচিনি। তার কোচিংয়ে ইতালির জয় এসেছে টানা ২৮ ম্যাচে।

এমন এক অজেয় দলের বিপক্ষে প্রথমার্ধ রক্ষণাত্মক খেলে তুরস্ক। একচেটিয়া আক্রমণ করে যাওয়া ইতালি বিরতির আগেই গোলের উদ্দেশে নেয় ১৪টি শট, যার তিনটি ছিল লক্ষ্যে। কিন্তু তুরস্কের রক্ষণ ভেদ করতে পারেননি তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here