কোপা আমেরিকায় করোনাভাইরাসের থাবা ভালোমতোই পড়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪১ জন আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে। যার মধ্যে খেলোয়াড় ৩১ জন। বাকি ১০ জন কোপায় কাজ করা কর্মী।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে ১০ জন কর্মী পজিটিভ হয়েছেন তারা সবাই ব্রাসিলিয়ায় কাজ করতেন। রোববার এই শহরেই কোপার উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করেছে। এই ভেনেজুয়েলার আবার খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১২ জন আক্রান্ত। ১০ দলের এ আসরটি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। কিন্তু ওই দুই দেশকে বাদ দিয়ে একেবারে শেষ মুহূর্তে ব্রাজিলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। করোনায় প্রায় ৪ লাখ ৯০ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে ব্রাজিলে।