রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার স্থানীয় সময় বিকালে ফাইনালে ৩-১ গোলে জিতেছে তিতের দল। ১২ বছর পর প্রতিযোগিতাটির শিরোপা জিতল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
90’ FULL TIME
🇧🇷 3-1 🇵🇪Download the #CopaAmerica official APP and don’t miss any detail: https://t.co/mYYF6r9PXt
— Copa América (@CopaAmerica) July 7, 2019
ম্যাচের ১৫ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান তারকা এভারটনের গোলে ব্রাজিল এগিয়ে যায়।
তবে ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পেরুকে সমতায় ফেরান পাওলো গুয়েরেরো।
এরপর অতিরিক্ত সময়ে তথা মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। প্রতিপক্ষের ডিফেন্ডার কার্লোস সামব্রানোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস।
90′ FIM DO JOGO
🇧🇷 3-1 🇵🇪Baixe o APP oficial da #CopaAmerica e não perca nenhum detalhe: https://t.co/mYYF6r9PXt pic.twitter.com/31B8Ag5y8e
— Copa América (@CopaAmerica) July 7, 2019
নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্পট কিকে স্কোরলাইন ৩-১ করে জয় নিশ্চিত করেন রিশার্লিসন।