ডার্বির ইতিহাদ স্টেডিয়ামে জোড়া হ্যাটট্রিক করলেন এরলিং হালান্ড এবং ফিল ফোডেন। আজ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটি ৬-৩ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে।
What an afternoon for @ManCity 🔥#MCIMUN pic.twitter.com/8UTaw7stV8
— Premier League (@premierleague) October 2, 2022
ম্যাচের প্রথমার্ধেই চার গোল খেয়েছে ইউনাইটেড। এই ম্যাচেও ম্যানইউর প্রথম একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অষ্টম মিনিটে সিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। এরপর ৩৪ ও ৩৭ মিনিটে জোড়া গোল করে ৩-০ তে নিয়ে যান এরলিং হালান্ড। আর বিরতিতে যাওয়ার আগে ৪৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফোডেন।
বিরতির পর ৫৬ মিনিটে গোল পেয়ে যান ইউনাইটেডের আন্থনি। এর কিছু পরে ম্যাচের ৬৪তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার হালান্ড। এই নিয়ে লিগে ১০ ম্যাচে ১৭ গোলে করে এগিয়ে রয়েছেন। অন্যদিকে ৭৩ মিনিটে হালান্ডের পাস থেকে গোল করে হ্যাটট্রিক করেন সিটির ফোডেন।
এছাড়া ম্যাচের ৮৪ ও ৯০ মিনিটে পেনাল্টি থেকে আরও এক গোল করেন মার্শিয়াল।