Photo Credit: Twitter/ Real Madrid C.F.

নিজদের মাঠ বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই বাজেভাবে হারলো রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে ইউসিএলে যাত্রা শুরু করে লস ব্লাংকোসরা। শাখতারের বিপক্ষে ৩-২ ব্যাবধানের হার নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে শাখতার। তেতের গোলে রিয়াল পিছিয়ে পড়ার পর আত্মঘাতী গোল করেন রাফায়েল ভারানে। বিরতির ঠিক আগে ব্যবধান আরও বাড়ান মানোর সলোমন। দ্বিতীয়ার্ধের রিয়ালের গোল দুটি করেন লুকা মদ্রিচ ও ভিনিসিউস জুনিয়র।

চার দিন আগে লা লিগায় নবাগত কাদিসের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সে হেরে বসা রিয়াল এ ম্যাচের শুরুতেও ছিল ছন্নছাড়া। সেই সুযোগে উদ্দীপ্ত শাখতার চেপে ধরে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নদের।

ম্যাচের ২৯ মিনিটে মিলিতাওয়ের ভুলে বক্সের ভেতর বল অরক্ষিত পেয়ে শাখতারের লেমস মার্টিনস গোল করতে ভুল করেননি। এরপর রিয়ালের ডিফেন্ডার ভারানে, বল ক্লিয়ার করতে গিয়ে বল উল্টো জড়িয়ে দিয়েছেন জালে।

প্রথমার্ধ শেষের আগে তেতের ব্যাকহিল থেকে বল জালে জড়িয়ে দিয়েছেন ইসরায়েলি ম্যানর সলোমন। বিরতির আগে ১৩ মিনিটে ৩ গোল হজম করে রিয়াল।

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে লুকা মদ্রিচ, বক্সের অনেক বাইরে থেকে ডান পায়ের গোলার মতো শট জড়িয়ে যায় জালে। এ অর্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামেন বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র। শাখতারের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ভিনিসিয়াস গোল করলেন নামার ১৫ সেকেন্ডের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here