আজ ১ অক্টোবর থেকে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়ন শুরু হয়ে ১৬ অক্টোবর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে। আজ রাত ১০টায় বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলংকার ।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল পরস্পরকে একবার করে মোকাবিলা করবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের আসরে মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল মোট পাঁচটি দল অংশ নিবে। দক্ষিণ এশিয়ার অন্য দুটি দল পাকিস্তান ও ভুটান খেলছে না।

এর আগের ১২টি আসরে ভারত সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে । মালদ্বীপ শিরোপা জিতেছে দুবার। একবার করে জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

তারিখম্যাচসময়
১ অক্টোবরবাংলাদেশ-শ্রীলঙ্কাবিকাল ৫টা
১ অক্টোবরমালদ্বীপ-নেপালরাত ১০টা
৪ অক্টোবরবাংলাদেশ-ভারতবিকাল ৫টা
৪ অক্টোবরশ্রীলঙ্কা-নেপালরাত ১০টা
৭ অক্টোবরভারত-শ্রীলঙ্কাবিকাল ৫টা
৭ অক্টোবরবাংলাদেশ-মালদ্বীপরাত ১০টা
১০ অক্টোবরমালদ্বীপ-শ্রীলঙ্কাবিকাল ৫টা
১০ অক্টোবরনেপাল-ভারতরাত ১০টা
১৩ অক্টোবরবাংলাদেশ-নেপালবিকাল ৫টা
১৩ অক্টোবরভারত-মালদ্বীপরাত ১০টা
ফাইনাল ম্যাচ
১৬ অক্টোবরফাইনালরাত ৯টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here