সাফ ফুটবলে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের রাজধানি মালির ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ কয়েকবার সুযোগ পেয়েও গোল করতে পারেনি । কিন্তু বিরতি পর ৫৬ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন তপু বর্মন।
ডি বক্সের ভেতরে শ্রীলংকার ডিফেন্ডার ডাকসন পুসলাস বাংলাদেশ দলের আক্রমন প্রতিহত করতে গিয়ে হাতে বল লেগে গেলে সিরিয়ান রেফারি ফেয়ার্স টাওয়েল রেফারি পেনাল্টির বাঁশি বাজান। একই সঙ্গে শ্রীলংকার ডিফেন্ডারকে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় লংকানরা।
তবে পুরো ম্যাচে বাংলাদেশ ২০ বার ফাউল করে, শ্রীলংকা ১৩ বার এবং জামাল ভূঁইয়ার দলে ৩জন হলুদ কার্ড পায়, সেক্ষেত্রে শ্রীলংকার মাত্র ১ জন । অন্যদিকে ম্যাচের ৫৮ শতাংশ সময়ে বল নিজেদের দখলে রেখেছিল বাংলাদেশ দল।
আগামী সোমবার বাংলাদেশ সময় পাঁচ টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সাতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।