বাংলাদেশের জন্য আজ অঘোষিত ফাইনাল ম্যাচ আজ । সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে আজ জিতলে টুর্নামেন্টের ফাইনালে, হারলে কিংবা ড্র করলে বিদায় নিশ্চিত হবে। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে জয়, ভারতের সঙ্গে ড্র এবং মালদ্বীপের কাছে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ।
Point table – SAFF Championship 2021 standings#saff2021 #SaffMaldives #saffFootball #saffpointtable pic.twitter.com/lc6OeIX3cW
— Sports News (@eDailySports) October 13, 2021
অন্যদিকে পয়েন্ট তালিকায় অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে নেপাল। তারা একটিতে হারলেও জয় পেয়েছে বাকী দুই ম্যাচে। আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হবে তাদের ।
অন্যদিকে বাংলাদেশকে ফাইনাল খেলেত হলে নেপালের বিপক্ষে জয়লাভ করা ছাড়া বিকল্প কোন পথ নেই।