Photo credit: Twitter

অষ্টম বারের মতো সাফ চ্যাম্পিয়ন হল ভারত। প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হওয়া নেপালকে ৩-০ গোলে হারিয়ে ১৩তম সাফের শিরোপা পেল সুনীল ছেত্রীরা।

শনিবার রাতে মালের মাঠে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করার সুযোগ না পেলেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে শিরোপা পায় ভারত। নেপালের জালে ১টি করে গোল করেন ছেত্রী, সুরেশ ও সামাদ ।

বিরতির পর ৪৯ মিনিটে সুনীল ছেত্রীর গোলে ১-০ এগিয়ে যায় ভারত। এরপরই ৫০ মিনিটে সুরেশ সিংয়ের গোলে ২-০ ব্যবধান এগিয়ে যায় ভারত। ম্যাচের ৭৭ মিনিটের মাথায় রোহিতের হেডে গোল করার সুযোগ পেয়েছিল নেপাল, কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসে।

ম্যাচের ৮৬ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে সাহাল আব্দুল সামাদ ম্যাচ শেষ হওয়ার ৯০ মিনিট পর অতিরিক্ত ১ মিনিটে গোল করে নেপালকে ৩-০ গোলে হারিয়ে সাফ ট্রফি নিশ্চিত করে ভারত।

এর আগে ভারত সাফ চ্যাম্পিয়ন হয় ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে। আর রানার্স হয় ১৯৯৫, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালেসহ চার বার। গতবার মালদ্বীপের কাছে হেরে রানার্স হয়েছিল ভারত। এবার নেপালকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করলো ছেত্রীরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here