বাংলাদেশ নারী দল সাফ চ্যাম্পিয়ন

দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব আরো একবার প্রমাণ করেছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ দল টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতে নিয়েছে।

এর আগে ২০২২ সালে এই স্টেডিয়ামেই নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মত সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশের নারী ফুটবলাররা।

আজ ম্যাচের প্রথমার্ধে উভয় দলই গোল করার বেশ কিছু সুযোগ পেলেও কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ম্যাচের ৫২ মিনিটে মনিকা চাকমা বাংলাদেশকে এগিয়ে দিলেও, এর চার মিনিট পর নেপালের আমিশা কার্কি খুব দ্রুত সমতা ফিরিয়ে আনে। তবে ম্যাচের শেষের দিকে ৮১ মিনিটে ঋতুপর্না চাকমার দুর্দান্ত গোল বাংলাদেশের শিরোপা নিচ্চিত করে।

দুই দলই জয়ের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশের মেয়েরা নেপালের রক্ষণভাগকে ভেদ করতে বেশ কয়েকবার চেষ্টা করেছিল। অন্যদিকে, নেপালও সমান তালে জবাব দিয়েছিল।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ একটি বন্ধন গড়ে উঠেছে। এই বন্ধনই তাদেরকে দ্বিতীয় বারের মত সাফ জয়ের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

  • টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা
  • সেরা গোলকিপার হয়ছেন রুপনা চাকমা।

বাংলাদেশ একাদশ : রুপনা চাকমা, সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার জুনিয়র, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্না চাকমা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভিন, মারিয়া মান্ডা।

২০২৪ সালের নারী সাফ ফুটবল ম্যাচের ফলাফল

ম্যাচ নম্বর তারিখ টিম এ ফলাফল টিম বি
১৭ অক্টোবর ২০২৪ পাকিস্তান ২-৫ ভারত
১৮ অক্টোবর ২০২৪ শ্রীলঙ্কা ১-০ মালদ্বীপ
১৮ অক্টোবর ২০২৪ নেপাল ০-০ ভুটান
২০ অক্টোবর ২০২৪ বাংলাদেশ ১-১ পাকিস্তান
২১ অক্টোবর ২০২৪ ভুটান ৪-১ শ্রীলঙ্কা
২১ অক্টোবর ২০২৪ মালদ্বীপ ০-১১ নেপাল
২৩ অক্টোবর ২০২৪ ভারত ১-৩ বাংলাদেশ
২৪ অক্টোবর ২০২৪ মালদ্বীপ ০-১৩ ভুটান
২৪ অক্টোবর ২০২৪ নেপাল ৬-০ শ্রীলঙ্কা
১০ (সেমি-ফাইনাল ১) ২৭ অক্টোবর ২০২৪ বাংলাদেশ ৭-১ ভুটান
১১ (সেমি-ফাইনাল ২) ২৭ অক্টোবর ২০২৪ নেপাল ৪-২ (টাইব্রেকারে) ভারত
১২ (ফাইনাল) ৩০ অক্টোবর ২০২৪ বাংলাদেশ ২-১ নেপাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here