coronavirus-update

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬৪ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ১৮৪৭ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৬৮২ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন।

৩০ জুন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৪২৬টি। এদের মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ৩৬৮২ জন।