রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ৮ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা নেগেটিভ হয়ে একজন মারা গেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোরের একজন এবং নওগাঁর একজন রয়েছেন।

রামেক হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের চারজন, নওগাঁর ৫ জন এবং কুষ্টিয়ার দু’জন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩২৫ জন। এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২ জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ২৬ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৬ জন এবং চুয়াডাঙ্গার একজন ।