প্রথমবার পজিটিভ, দ্বিতীয়বার নেগেটিভ, তৃতীয়বার আবার পজিটিভ। তিন দফায় করোনাভাইরাস পরীক্ষা করে তিনটি ভিন্ন ফল আসায় বেশ অবাক হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।
জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত প্রথম দফা করোনা টেস্টের রিপোর্টে দেখা যাচ্ছিল তিনি করোনা পজিটিভ। কিন্তু পিসিবির করা এই টেস্টে কোনো আস্থাই বসাতে পারেননি হাফিজ।
পরের দিন তিনি আবারও নিজ উদ্যোগে করোনা টেস্ট করান। তাতে দেখা যাচ্ছিল, তিনি আসলে করোনাভাইরাসে আক্রান্ত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিপোর্ট তুলে ধরেন এই পাক ক্রিকেটার। যা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।