নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আর্জেন্টিনার হয়েছেন সর্বশেষ ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী কোচ কার্লোস বিলার্দো। তার পরিবারের বরাতে এ সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিলার্দো অসুস্থ হয়ে পড়ার পর তার নমুনা পরীক্ষায় করোনা করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে রয়েছেন।
এদিকে বিলার্দোর সাবেক ক্লাব এস্তদিয়ান্তেস এ বিষয়ে এক টুইট বার্তা দিয়েছে। এতে বলা হয়, ৮২ বছর বসয়ী সাবেক ফুটবলার ও বিশ্বকাপ জয়ী কোচ বিলার্দো করোনায় আক্রান্ত। আমরা তার সুস্থতা কামনা করছি।
১৯৮৩-১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন বিলার্দো। তার তত্ত্বাবধানেই ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় ডিয়েগো ম্যারাডোনাদের দল।
খেলোয়াড়ি জীবনেও সফল ছিলেন বিলার্দো। এস্তদিয়ান্তেস ক্লাবের হয়ে তিনটি কোপা লিবার্তোদোরেস শিরোপা জিতেছেন তিনি।