দেশের পুলিশ বাহিনীতে একদিনে আরো ২১২ জনের শরীরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এছাড়া এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪১ পুলিশ সদস্য।
গতকাল ২৮ জুন, রবিবার পুলিশ সদর দপ্তরের সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পুলিশের ১০ হাজার ১৬০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৯ হাজার ৯৪৮ জন। এছাড়া কোভিড-১৯ সংক্রমিত হয়ে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪১ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
তবে উপযুক্ত চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আক্রান্তদের বেশিরভাগ পুলিশ সদস্য। এখন পর্যন্ত ৬ হাজার ৪৫ সুস্থ হয়ে উঠেছেন, এদের যাদের অধিকাংশই ফের কাজে যোগ দিয়েছেন।
পুলিশে একক ইউনিটের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ২ হাজার ২৪৮ জন সদস্যের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৩ সদস্য আক্রান্ত হয়েছেন।
এছাড়া আরো ৪ হাজার ২২৪ জন পুলিশ সদস্যের করোনার উপসর্গ থাকায় তাদের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। আর আক্রান্তদের সংস্পর্শে আসার কারণে কোয়ারেন্টাইনে রয়েছেন আরো ১০ হাজার ৩০০ জন।