বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ জানিয়েছেন, মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে করোনা ভাইরাস। বিষয়টি একেবারে নাকচ করে দেওয়া যাবে না।

বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি করোনা ভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সে হিসেবে এটি মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে।

তিনি আরো বলেন, একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালোটাই আশা করি। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকি।

গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া এক অজানা নিউমোনিয়ার কথা জানায়। এরপর সংস্থার দেওয়া কভিড-১৯ নামে রোগটি বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।

ওয়ার্ল্ডো মিটারের সর্বশেষ হিসেব অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ সাড়ে ৬ হাজারের বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here