লিভারপুলের সেনেগালেচ ফরোয়ার্ড সাদিও মানে করোনা আক্রান্ত হয়েছেন। অল রেডসরা মানের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তার দেহে করোনার সামান্য উপসর্গ ছিল। তবে তিনি সুস্থ আছেন।
করোনা পজিটিভ হওয়ায় মানে সেলফ আইসোলেশনে আছেন। জার্গেন ক্লপের দলের সঙ্গে অ্যাসন ভিলার মাঠে তাই লিগ ম্যাচে খেলতে পারবেন না। এর আগে বায়ার্ন মিউনিখ থেকে লিভারপুলে আসা স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারা করোনা পজিটিভ হয়েছেন।
যুক্তরাজ্য দ্বিতীয়বারের মতো করোনা ধাক্কায় পড়ার উচ্চ ঝুঁকিতে আছে। এরই মধ্যে নতুন করে সাত হাজার করোনা পজিটিভ হয়েছেন। প্রিমিয়ার লিগের দশজন ফুটবলার এরই মধ্যে আক্রান্ত হয়েছেন।
সাদিও মানে করোনার কারণে দলে না থাকায় পর্তুগিজ উইঙ্গার ডিয়াগো জোটার লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয়ে যেতে পারে। এছাড়া টাকোসিমো মিনামিনো এবং ডিভোক অরিগিও হতে পারেন মানের বিকল্প। ইনজুরি থেকে লিভারপুলের দলে ফিরছেন ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। অল রেডস অধিনায়কের ফেরাও দলের জন্য বড় প্রাপ্তি।