বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১২ লাখ ৩৯ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৯০ লাখের বেশি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের প্রায় সাড়ে ৩ কোটি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১২ লাখ ৩৮ হাজার ৮১২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ৯০ লাখ ৮ হাজার ২৯৩ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ১ কোটি ২৭ লাখ ৪ হাজার ৫১৬ জন চিকিৎসাধীন এবং ৯০ হাজার ৪৫ জন (১%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪০ হাজার ৯৫৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ৯৯ লাখ ১৯ হাজার ৫২২ জন আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ১১ হাজার ৩৪ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ২৯ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ১৪ হাজার ২৫৮ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৬১ হাজার ৭৭৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here