corona-vaccine
Photo: Collected

আগামী ২২ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালান আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

পাপন বলেন, এবার করোনা টিকার ২০-৩০ লাখ ডোজ আসবে। চাহিদার ওপর ভিত্তি করে টিকা আনা নির্ভর করছে। তবে চুক্তি লঙ্ঘন হওয়ার কোনো বিষয় নেই বলেও জানান তিনি।

বেক্সিমকোর এমডি পাপন আরো বলেন, টিকা নিয়ে সংকট হওয়ার কোনো সুযোগ নেই।
ক্রিকেটারদের কাউকে টিকা নিতে বাধ্য করা হচ্ছে না। যে খুশি সে নিতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২০ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তী সময়ে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে ২৫ জানুয়ারি। গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে এখনো চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here