ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের জানান, দেশে রাশিয়ার টিকা ‘স্পুটনিক ভি’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটি।
তিনি বলেন, এই টিকা অনুমোদনের ফলে এখন রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে কোন আইনগত বাধা নেই। বাংলাদেশ এই টিকা ক্রয় করতে চাইলে রাশিয়া আগামী মাসে দিতে পারবে।
— Sputnik V (@sputnikvaccine) April 12, 2021
তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।
এই টিকার কার্যকারিতা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে। এই কমিটি ১২ সদস্য বিশিষ্ট। তারা এই টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি কার্যকরী ক্ষমতা অনেক ভালো। এটি প্রায় ৯১ শতাংশ কার্যকরী। সার্বিক বিবেচনা করে স্পুটনিক ভি টিকাটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছি।’
বিখ্যাত ব্রিটিশ চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানচেটে বলেছে যে, রাশিয়ার এই ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।