ভ্যাকসিনের পাশাপাশি করোনাভাইরাসের ঔষধ হিসাবে পোলিও তিয়াকর মত একটি ওরাল ড্রাগ বাজারে আনছে ফাইজার । শুধু তাই নয়, নতুন একটি করোনা এন্টিভাইরাল ড্রাগ তৈরি নিয়েও কাজ করছে ফাইজার, যা ইনজেশনের মাধ্যমে মানুষের দেহে দেয়া হবে ।
Pfizer's new at-home pill to treat Covid could be available by end of the year, CEO hopes https://t.co/tTIZL9pI6a
— CNBC (@CNBC) April 27, 2021
সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশার কথা শুনালেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা । তিনি আরও বলেন , “যদি সবকিছু ঠিকমতে চলে, এবং আমরা সমান গতিতে এগুতে পারি, তবে আশা করি বছরের শেষের দিকে আমরা সরবরাহ করতে পারবো ।”
করোনভাইরাস রোগের বিরুদ্ধে বর্তমানে ব্যবহারের জন্য অনুমোদিত একমাত্র অ্যান্টিভাইরাল (কোভিড -১৯) হল রিমেডেসিভির, যা মানুষের শিরায় ইনজেকশন হিসেবে এই ওষুধ প্রয়োগ করতে হয়।
করোনা টিকা, করোনা ওরাল টিকা, ফাইজার ওরাল টিকা, ফাইজার টিকা