চতুর্থ ভ্যাকসিন হিসেবে দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেল ফাইজার-বায়োএনটেকের টিকা। বৃহস্পতিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
ফাইজার-বায়োএনটেকের টিকা ১২ বছর বা তার বেশি বয়সের প্রত্যেককে দেওয়া যাবে । তবে প্রথম দিকে বলা হয়েছিল, এই টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। যা গরম প্রধান দেশগুলোর জন্য সংরক্ষণ করা অসম্ভব বলে মনে করা হয়েছিল।
তবে সংস্থাটি এখন বলছে, এক মাসের জন্য এটি দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে ।
উল্লেখ্য, এর আগে কোভিডশিল্ড, স্পুটনিক ভি ও সিনোফার্ম টিকা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সরকার।