আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা আইসিডিডিআরবি জানিয়েছে, ঢাকায় শনাক্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর ৬৮ শতাংশ ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট। সম্প্রতি করা গবেষণায় তারা এমনটি দেখতে পেয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে আইসিডিডিআর,বি।
আইসিডিডিআরবি’র মিডিয়া ম্যানেজার একেএম তারিফুল ইসলাম খান জানান, সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে, এর মধ্যে ৬৮ শতাংশ ভারতীয় ভ্যারিয়েন্ট, ২২ শতাংশ দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট। বাকি নমুনাগুলোর বড় অংশ উহান ভ্যারিয়েন্টের ছিল।
তিনি জানান, মে মাসের শেষ সপ্তাহ এবং জুন মাসের প্রথম সপ্তাহজুড়ে এ গবেষণা চালানো হয়। এ সময়ে ঢাকার বাসিন্দা করোনাইরাস আক্রান্ত ৬০ জন ব্যক্তির নমুনা সংগ্রহের পর জিনোম সিকোয়েন্সিং করে এই তথ্য জানা গেছে।