কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা এবং উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন।
এছাড়াও একই সময়ে জেলায় নতুন করে ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৯১ শতাংশে।
আজ রবিবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২২৬ জন এবং হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৪২৮ জন।
উল্লেখ্য, কুষ্টিয়ায় এ পর্যন্ত ১৩ হাজার ১৯৯ জন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪৮০ জন।