রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে মারা যান।

সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৫ জন, নওগাঁর ২ জন এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।

তিনি জানান, উল্লেখিত সময়ে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৭ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯০ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৬৮টি নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৭দশমিক ১৭ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৪ নমুনায় ৩১ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ৩২ দশমিক ৯৮ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here