মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬২ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (২২ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন লাখ ৩৬ হাজার ৬৪২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৫৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৬ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৩২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬২ হাজার ১৬৮ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ১১ হাজার ৩৫৬ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ১৯ হাজার ২৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৪৪ হাজার ৮৪০ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫৪৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৩৯৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here