Photo credit: The Associated Press /twitter

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েটল শহরে পরীক্ষামূলক প্রথম করোনাভাইরাসের টিকা প্রয়োগ করা হয় ।

৪৩ বছর বয়সী জেনিফার হ্যালার নামে এক মহিলা প্রথম ভ্যাকসিনটি গ্রহণ করেন । তিনি সংবাদসংস্থাকে বলেন, ‘সবাই যখন অসহায় বোধ করছে তখন কিছু একটা করতে পেরে ভাল লাগছে।’

জেনিফার ছাড়াও আরও ২ জন এদিন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। তাদের টিকার আরও একটি মাত্রা গ্রহণ করতে হবে। এই ৪৫ জন সুস্থ স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হবে যাদের বয়স হবে ১৮-৫৫ মধ্যে।

বিবিসি জানায় যে, এমআরএনএ-১২৭৩ নামের এই টিকাটি কোভিড-নাইনটিন সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাস থেকে তৈরি নয়। বরং সেই ভাইরাসের জেনেটিক সংকেতের একটি অংশ কপি বা নকল করেছেন বিজ্ঞানীরা এবং সেটাই এই টিকাতে সন্নিবেশিত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজেস-এর নির্দেশক ডক্টর অ্যান্টনি ফাউসি জানিয়েছেন, এই পরীক্ষায় সাফল্য এলেও ভ্যাকসিন বাজারজাত হতে অন্তত ১২ থেকে ১৮ মাস লাগবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here