এক শতাব্দীরও বেশি সময় ধরে চেষ্টার পর বুধবার শিশুদের জন্য প্রথমবারের মতো ম্যালেরিয়ার টিকা (RTS,S/AS01) অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একে চিকিৎসা শাস্ত্রের বড় অর্জন বলে মনে করা হচ্ছে। দিনটিকে ‘ঐতিহাসিক দিন’ বলছেন বিশেষজ্ঞরা।
Children across much of Africa are to be vaccinated against malaria in a historic moment in the fight against the deadly diseasehttps://t.co/WXJjfJY39H
— BBC Breaking News (@BBCBreaking) October 6, 2021
এক শতাব্দীরও বেশি সময় ধরে চেষ্টার পর ম্যালেরিয়ার টিকা ব্যবহারের ফলে আফ্রিকায় লাখো শিশুর মৃত্যু ঠেকানোর পথ তৈরি হল।
ডব্লিউএইচও’র বৈশ্বিক ম্যালেরিয়া কর্মসূচির পরিচালক ড. পেড্রো আলোনসো বলেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি বড় ধরনের যুগান্তকারী ঘটনা। আমরা প্রায় শতাধিক বছর ধরে ম্যালেরিয়ার টিকার অনুসন্ধানে ছিলাম। এটি জীবন বাঁচাবে এবং আফ্রিকার শিশুদের আক্রান্ত হওয়া ঠেকাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, আরটিএস,এস(RTS,S ) নামের এই টিকাটি কার্যকর বলে প্রমাণিত হয় ছয় বছর আগে। ঘানা,কেনিয়া ও মালাউয়িতে পাইলট টিকাদান কর্মসূচির সফলতার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, টিকাটি সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে প্রয়োগ করা উচিত। যে টিকা ১৯৮৭ সালে প্রথম তৈরি করেছিল ওষুধ প্রস্তুতকারী সংস্থা জিএসকে।