এবার যুক্তরাষ্ট্রে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। ৫০ বছর বয়সী ওই নাগরিক ওয়াশিংটনে মারা গেছেন। এ পর্যন্ত দেশটিতে ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় মৃত্যুর পর ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
A person in Washington state has died of the coronavirus, officials announced on Saturday. It’s the first known death in the U.S. from the virus. https://t.co/sTJOLEvGW5
— The New York Times (@nytimes) February 29, 2020
এদিকে করোনায় আক্রান্ত হয়ে এক অস্ট্রেলিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। পার্থের একটি হাসপাতাল রোববার ভোরের দিকে তিনি মারা যান। মৃত ব্যক্তিটি জাপানে আটকা পড়ে থাকা ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজের যাত্রী ছিলেন। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্ড্রু রবার্টসন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Coronavirus has turned deadly in Australia. We have recorded the first death from the disease since the outbreak eight weeks ago. @Fi_Willan #9News pic.twitter.com/yY31cc6r1w
— Nine News Australia (@9NewsAUS) March 1, 2020
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই চীনের নাগরিক।
অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেছে।