coronavirus-doa-mijanur-rahman-azhari

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়ে এখন বিশ্বের প্রায় ৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে । মরণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩১১৬ জনেরও বেশি মানুষ মারা গেছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছে প্রায় তিন হাজারেরও বেশি মানুষ ।

স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের ব্যাপারে গণসচেতনতা বাড়াতে লাইভটি সবাই শেয়ার করুন। ধন্যবাদ।

Posted by Mizanur Rahman Azhari on Tuesday, March 17, 2020

এখন পর্যন্ত এই ভাইরাসের এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় কোন প্রতিষেধক আবিষ্কৃত হয়নি । বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কয়েকটি মৌলিক নির্দেশনা দেওয়া হয়েছে যা মেনে চলে আমরা নিজেদেরকে এই সংক্রমণ থেকে দূরে রাখতে পারি।

অন্যদিকে মহামারি এই করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বেশি বেশি করে একটি দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন ।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، ومن سّيءِ الأَسْقامِ

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া মিন সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ:
হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।
[সুনান আবু দাউদ]

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।

গুনাহ মাফের দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া

মহামারি হলে কোন দোয়া পড়তে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here