চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস বিশ্বের ১৪৯ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে । প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাচ্ছে । Google ও WHO পাঁচটি উপায় বের করেছেন, যা মেনে চলে আমরা নিজেদেরকে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে পারি। এই তিন লক্ষণে বুঝা যাবে করোনা আক্রান্ত কিনা ।
See the latest guidance on how to prevent the spread of coronavirus, with five key things to remember: https://t.co/Mp9ZuBQ488
— YouTube (@YouTube) March 14, 2020
এখনও এই ভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি । তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েটল শহরে পরীক্ষামূলক প্রথম করোনাভাইরাসের টিকা প্রয়োগ করা হয় । সম্প্রতি জাপানের তৈরি করা একটি ইনফ্লুয়েঞ্জা ওষুধ চিনে করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছে ।
Coronavirus vaccine testing begins in people as U.S. researchers give volunteer first experimental shot in Seattle. https://t.co/1dc7BEmvDN
— The Associated Press (@AP) March 16, 2020
এছাড়াও করোনার ওষুধ পেল জর্ডান, ভারত এবং বাংলাদেশকে করোনার ওষুধ (CoronaVirus Medicine) প্রদান করেছে ডেল্টা ফার্মা। ভারত ও জর্ডান করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে অ্যান্টিভাইরালের পাশাপাশি, ম্যালেরিয়ার ওষুধ ‘হাইড্রোক্সি-ক্লোরোকুইন (Hydroxychloroquine)’ ব্যবহারের অনুমতি পেয়েছে।
জেনে নিন বাংলাদেশে কোন হাসপাতালে পাবেন করোনাভাইরাসের চিকিৎসা। এছাড়া করোনা প্রতিরোধে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) হটলাইন নম্বর, ফেসবুক পেজ, ই–মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে ।