গরমে থাকবে না করোনাভাইরাস। এই আশার কথাটি বলছে ইউনিসেফ। ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের গরমের বেশি সহ্য করতে পারে না এই ভাইরাস । বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে গরম শুরু হয়েছে যা কিনা ২৭ ডিগ্রির বেশি হয়ে থাকে ।
Find out how you can protect yourself and loved ones from #coronavirus. 👇
— UNICEF (@UNICEF) March 2, 2020
তীব্র গরমেই কি মুক্তি মিলবে করোনাভাইরাস থেকে? এই প্রশ্নের উত্তর দিয়েছে ইউনিসেফ।
একটি বার্তায় জাতিসংঘ শিশু তহবিল জানিয়েছে, ভাইরাসটি ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের গরমের বেশি সহ্য করতে পারে না। মার্চ মাসের মাঝামাঝি থেকেই এশিয়ার প্রায় সর্বত্র পারদ সূচক ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাবে। ক্রমে তা আরও বাড়বে। বিভিন্ন স্থানে কম বেশি ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে গরম।
এই উষ্ণতায় করোনাভাইরাসের বেঁচে থাকা সম্ভব নয় বলেই ইউনিসেফ রিপোর্টে উঠে এসেছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, গরমের সময় আইসক্রিম বা ঠাণ্ডা পানীয় খেলেই বিপদ। এর থেকে দূরে থাকতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, সংক্রামিত ব্যক্তির থেকে ছড়ানো অন্য কারোর দেহের সংস্পর্শে বিশেষ করে হাতে মোটামুটি ১০ মিনিটের মতো জীবন্ত থাকে। ফলে হাত পরিছন্ন করা খুব দরকারি। এর জন্য সাবান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভাইরাসটি মূলত নাক-মুখ থেকেই ছড়ায় বেশি। আক্রান্ত ব্যক্তির সাধারণ সর্দি-জ্বর হয়। তারপর শুরু হয় শ্বাসকষ্ট। এই অবস্থায় সেই ব্যক্তি থেকে কমবেশি ৩-৬ ফুট দূরত্ব বজায় রাখা দরকার়।
চীনের উহান শহর থেকে শুরু হওয়া নভেল করোনাভাইরাস বিশ্বের ৭৫ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে । আমেরিকা, কুয়েত, কাতার, ইরান, হংকং, জাপান, ইতালি সহ বিশ্বের প্রায় ১ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৩০০০ মানুষের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে।