এখন থেকে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব এবং অফিশিয়াল অ্যাপ “Rail Sheba” দিয়ে ট্রেনের টিকেট কাটা যাবে। খুব সহজেই Google Play থেকে “Rail Sheba” অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশনের মাধ্যমে ট্রেনের টিকেট কাটতে পারবেন।
আপনি ইতোমধ্যে রেজিস্টারকৃত যাত্রী হলে আপনাকে অ্যাপে লগ-ইন করলেই চলবে।
আজ বুধবার ‘রেল সেবা’ অ্যাপটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সচিব ড. মোঃ হুমায়ুন কবীর ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।
বাংলাদেশের রেলওয়ের অফিশিয়াল অ্যাপ “Rail Sheba” অথবা ই-টিকেটিং ওয়েবসাইট [eticket.railway.gov.bd] থেকে ট্রেনের টিকেট ক্রয় করে যাবে।