বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, তার টুইটার কেনা সফল হলে তিনি এই সামাজিক প্ল্যাটফর্ম থেকে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন।
ফাইনান্সিয়াল টাইমসের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
Just published: front page of the Financial Times UK edition Wednesday May 11 https://t.co/kpOxPy2ZTQ pic.twitter.com/kMefS1NnQj
— Financial Times (@FinancialTimes) May 10, 2022
তিনি বলেন যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের টুইটার একাউন্ট বন্ধের সিদ্ধান্ত “নৈতিকভাবে ভুল এবং সম্পূর্ণ নির্বোধ” ছিল।
২০২১ সালের জানুয়ারীতে, সহিংসতার উস্কানি দেওয়ার ঝুঁকি থাকায় টুইটার মিঃ ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয় । গত ৬ জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থক উগ্র শ্বেতাঙ্গ দাঙ্গাবাজদের হামলার পর ট্রাম্পের টুইটার একাউন্ট ১২ ঘণ্টার জন্য সাময়ীকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।
After close review of recent Tweets from the @realDonaldTrump account and the context around them we have permanently suspended the account due to the risk of further incitement of violence.https://t.co/CBpE1I6j8Y
— Twitter Safety (@TwitterSafety) January 8, 2021
এরপর টুইটার এক টুইটে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট (@realDonaldTrump) থেকে দেয়া সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার পর একাউন্টটি স্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
ইলন মাস্ক $৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার আগ্রহ প্রকাশ করেছেন যা সম্পন্ন হতে আরও ২-৩ মাস সময় লাগতে পারে ।