টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবির নামাজ অনুসরণ করে বাসা-বাড়িতে থেকে আদায় করা হলে তা কোনোভাবেই সহীহ ও জায়েজ হবে না।
মহামারী করোনা ভাইরাসের কারণে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ চালু করার পর টিভিতে সম্প্রচার করা তারাবির নামাজ আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বুধবার (২৯ এপ্রিল) দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের মতামত দিয়ে ইসলামিক ফাউন্ডেশন গণমাধ্যমে এক বিবৃতি দিয়ে বলছে যে, এভাবে নামাজ আদায় করা কোনোভাবেই সহীহ ও জায়েজ হবে না।
সংস্থাটি বলছে যে, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহীহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহীহ হবে না।
তাই এ বিষয়টি মেনে চলার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।