আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজ সন্ধ্যার পর থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করবেন।
মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে পবিত্র কোরআনে হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত হিসেবে ঘোষণা করেছেন। এই মাসেই আল্লাহ তায়ালা কোরআন নাজিল করেছেন। রমজান মাসের এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ হেরা গুহায় আল্লাহর ফেরেশতা অহী নিয়ে এসেছিলেন। এই রাতকেই শবে কদর বা লাইলাতুল কদর রাত বলা হয় ।
কোরআন নাজিল করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস, যে মাসে নাজিল করা হয়েছে আল–কোরআন, মানুষের জন্য হিদায়াত রূপে এবং পথনির্দেশনার প্রমাণ ও সত্য-মিথ্যা পার্থক্য নির্ণয়কারী হিসেবে (সুরা-২ বাকারা, আয়াত: ২৮৫)। ‘
সূরা দুখানের ৩নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, আমি এই কুরআনকে এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি। (সূরা দুখান-৩)
এছাড়া এই রাতের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তায়ালা সূরা কদর নাজিল করেছেন।
এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির-আসকার ও দরুদ পাঠের মাধ্যমে রাতটি অতিবাহিত ।