আগামীকাল মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এরফলে ২ মে সোমবার পর্যন্ত পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।
বাংলাদেশের আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
আগামী ৩ মে মঙ্গলবার থেকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। ফলে আগামী ৩ মে মঙ্গলবার সারাদেশে পবত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এবার রোজার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে। । এছাড়া শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাত এবার অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।