everyday-dua-quran - important duas for daily life

কোরআন হল এমন একটি শ্রেষ্ঠ ও শক্তিশালী হাতিয়ার যা মুসলমান হিসেবে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে গাইড হিসেবে ব্যবহার করি। মহান আল্লাহ কোরআনে বলেছেন, যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। কোরআনের অনেক গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যা আমাদের চলার পথকে অনেক সহজ করে তোলে। এখানে সেইরকম কিছু শ্রেষ্ঠ দোয়া সম্পর্কে বলা হয়েছে।

Important Duas for daily life – প্রতিদিন পড়ুন কোরআনের ১০টি শ্রেষ্ঠ দোয়া

১। সূরা আল বাকারা – ২০১ আয়াত

وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةًۭ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ

বাংলা উচ্চারন: ওয়া মিনহুম মাইঁ ইয়াকূলু রাব্বানা আ-তিনা-ফিদ্দুনইয়া-হাছানাতাওঁ ওয়া ফিল আ-খিরাতি হাছানাতাওঁ ওয়া কিনা-‘আযা-বান্না-র।

ইংলিশ উচ্চারণ: Waminhum man yaqoolu rabbana atina fee addunya hasanatan wafee al-akhirati hasanatan waqina AAathaba annar – Al Baqarah 201

আয়াতের অর্থঃ লোকেদের মধ্যে কিছু লোক এমন আছে, যারা বলে থাকে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা কর।

দোয়ার ফজিলত: এই দু’আটি প্রায়শই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের পড়তে বলছেন, যা সবচেয়ে সুপরিচিত দুআগুলির মধ্যে একটি। এই আয়াতে আমরা আমাদের জীবনে যে সমস্ত ভাল জিনিস চাই, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে ব্যবহৃত হয়।

আবদুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে কাবার দুই রুকনের মাঝখানে এ দোআ বলতে শুনেছি’ [আবুদাউদ ১৮৯২]

আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই এ দোআ করতেন।
[বুখারী ৪৫২২, মুসলিম: ২৬৯০]

২। সূরা ইব্রাহিম – আয়াত ৩৯

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى وَهَبَ لِى عَلَى ٱلْكِبَرِ إِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ ۚ إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ ٣٩

বাংলা উচ্চারন: আলহামদুলিল্লা-হিল্লাযী ওয়াহাবালী ‘আলাল কিবারি ইছমা-‘ঈলা ওয়া ইছহা-ক ইন্না রাববী লাছামী‘উদদু‘আই।

ইংলিশ উচ্চারণ: Alhamdu lillaahil lazee wahaba lee ‘alal kibari Ismaa’eela wa Ishaaq; inna Rabbee lasamee’ud du’aaa

আয়াতের অর্থঃ “সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার রব প্রার্থনা শুনে থাকেন।

দোয়ার ফজিলত: মহান আল্লাহ তায়ালা চাইলেই যেকোনো কিছু করতে পারেন। ইসমাইল ও ঈসহাক শিশু পুত্রকে হযরত ইব্রাহীম (আ) কে দান করেছিলেন তার বার্ধক্যের সময়টাতে। অর্থাৎ সেসময়-ও তিনি আশায় বুক বেঁধেছিলেন যে, আল্লাহ্ যখম্ন কিছু নিয়ামত প্রদান করেন। তাই জীবনে আল্লাহর দেয়া নিয়ামত পাওয়ার জন্য, এমনকি নেককার সন্তান লাভের জন্যও এই আয়াতটির ফজিলত অনেক বেশি।

৩। সূরা ফুরকান – আয়াত ৭৪

وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا“

বাংলা উচ্চারণ:  ওয়াল্লাযীনা ইয়াক্বু লূনা রাব্বানা- হাবলানা- মিন আঝওয়া- জিনা ওয়া যুররিইইয়া- তিনা কুররাতা আ’ইউনিওঁ ওয়াজ’আলনা-লিল মুত্তাক্বীনা ইমা-মা… (সূরা ফুরকান- আয়াত ৭৪)

ইংরেজী উচ্চারণ: Wallazina Iyaqu Luna Rabbana- Hablana- Min Ajhwa- Zina Wa Jurriya- Tina Kurrata A’Iuniun Waz’alna- Lil Muttaqina Ima-ma…

বাংলা অর্থ: আর যারা বলেন, হে আমাদের রব! আমাদের স্ত্রীদের  থেকে  আর আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন। আর  আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ করুন।

ফজিলত: এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছ থকে নিয়ামত চাওয়া হয়েছে চোখ শীতলতার কথা বলতে, নেককার স্ত্রী ও নেককার সন্তানের কথা বলা হয়েছে। যাতে তাদের দেখলে মুমিন বান্দার অন্তর প্রশান্ত হয়। এই আয়াত পড়ার দ্বারা আল্লাহর কাছে মুত্তাকীদের স্বরূপ আদর্শবান হওয়ার কথা বলা হয়, যা অত্যন্ত ফজিলত পূর্ণ।

وَ اخۡفِضۡ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحۡمَۃِ وَ قُلۡ رَّبِّ ارۡحَمۡهُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا

৪। সূরা বনি ইসরাইল : আয়াত ২৪

وَ اخۡفِضۡ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحۡمَۃِ وَ قُلۡ رَّبِّ ارۡحَمۡهُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا

বাংলা উচ্চারণ:  ওয়াখফিদলাহুমা-জানা-হাযযুলিল মিনার রাহমাতি ওয়াকু র রাব্বির হামহুমা-কামারাব্বাইয়া-নী সাগীরা-।

ইংরেজী উচ্চারণ: Wakhfid lahumaa janaahaz zulli minar rahmati wa qur Rabbir hamhumaa kamaa rabbayaanee sagheera

বাংলা অর্থ: তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বল, হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি দয়া কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।

ফজিলত: এই আয়াতের ফজিলত অনেক বেশি। এর মাধ্যমে আল্লাহ্ তা’আলার কাছে পিতামাতার জন্য দোয়া করার কথা বলা হয়েছে। তাই যাদের পিতামাতা জীবিত আছে অথবা মারা গেছেন উভয়ের ক্ষেত্রে এই দোয়াটি করা যাবে। শুয়ে, বসে এবং দাঁড়িয়ে যে কোন সময় এই আয়াতটি পড়া যায়।

৫। সূরা আরাফ- আয়াত ১২৬

جَآءَتْنَا ۚ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًۭا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

বাংলা উচ্চারণঃ জা— আতনা – রাব্বানা ~ আফরিগ আলাইনা ছাবরাও ওয়াতাওয়াফনা মুসলীমিন। (সূরা আরাফ- আয়াত ১২৬)

ইংরেজী উচ্চারণঃ Za Atana Rabbana Afrig Alaina Sabrao Wataoafna Muslimin.

বাংলা অর্থঃ  হে আমার রব! আমাকে ধৈর্য দিন। এবং আত্ম সমর্পণ কারী রূপে মৃত্যু প্রদান করুন।

ফজিলতঃ মহান আল্লাহ্ যেন আমাদেরকে ধৈর্য প্রদান করে সকল ধরনের বিপদ আপদ মোকাবেলা করার তৌফিক দেন, এবং জীবনের য়েষ সময়টাতে রবের নিকট আত্মসমর্পণ করে মৃত্যু দেন, সে দোয়া চাওয়া হয়েছে। মূলত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপর অটল থাকতে চাওয়াই এই দোয়ার মূল উদ্দেশ্য। তাই এর ফজিলত অনেক বেশী।

৬। সূরা আল ইমরানঃ আয়াত ৩

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ

বাংলা উচ্চারণঃ রাব্বানা লা তুয্বিগ ক্বুলুবানা বা’দা ইয হাদাইতানা- ইয়াহাব্ লানা- মিল্লা দুনকা রাহমাতান, ইন্নাকা আন্তাল ওয়াহহাব।

ইংরেজী উচ্চারণঃ Rabbana La Tuzig Qulubana Ba’da Iz Hadaitana- Iyahab Lana Milaa Dunqa Rahmatan Innaka Antal Wahhab.

বাংলা অর্থঃ হে আমার রব! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বিকৃত করো না। এবং তোমার নিকট থেকে আমাদের করুনা দাও। তুমিই মহাদাতা!

ফজিলতঃ  মহান আল্লাহ রাব্বুল আলামীনের মহত্ত্ব প্রকাশ করে তার নিকট থেকে সরল ও সৎ পথে চলার তৌফিক চাওয়া হয়েছে। আল্লাহ্ যেন সৎ পথে পরিচালনা করার পর আবার গুনাহর দিকে পরিচালিত না করেন, সে দোয়া-ই রবের নিলট করা হয়েছে। তাই সরল পথে থাকতে হলে এই আয়াতের ফজীলত অপরিসীম।

৭। সূরাঃ আল-ইসরা (বনী-ইসরাঈল): আয়াত ২৪

رَّبِّ ارۡحَمۡهُمَا كَمَا رَبَّيٰنِىۡ صَغِيۡرًا

বাংলা উচ্চারণঃ রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা

ইংরেজী উচ্চারণঃ Rabbi irhamhuma kama rabbayanee sagheera

বাংলা অর্থঃ হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন–পালন করেছেন।

ফজিলতঃ এই দোয়াটি এতই গুরুত্বপূর্ণ যে, মৃত্যুর পরে এবং মৃত্যুর আগে যত বেশি পড়া যায়, ততই সওয়াব পাওয়া যায়। অতএব পিতা-মাতা জীবিত থাকা অবস্থায়ও এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্যআলেম-ওলামার বলেছেন।

৮। সূরা আম্বিয়া – আয়াত ৮৭

لَّآ إِلَـٰهَ إِلَّآ أَنتَ سُبْحَـٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِينَ

বাংলা উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আনতা সুবহা নাক্বা ইন্নী কুন্তু মওনাজ জ্বা-লিমীন.

ইংরেজী উচ্চারণঃ La Ilaha Illa Anta Subhanaka Inni Kuntu Minaj Jwalimeen.

বাংলা অর্থঃ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমি পবিত্র! নিশ্চয়ই আমি জালেম!

ফজিলতঃ এই আয়াতটি মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের নিকট নিজের পাপ কাজের জন্য অনুশোচনা চেয়ে তাঁর মহত্ত্ব ঘোষবা করা হয়। তাছাড়াও, নিজেকে বিপদ আপদ থেকে মুক।ত রাখার জন্য এই আয়াত পাঠ করা হয়। এই আয়াতের ফজিলত অনেক বেশি।

৯। সূরা ইনশিরাহ, আয়াত ৫-৬

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا  – إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

বাংলা অর্থঃ সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ – নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ

বাংলা অর্থঃ “ফা ইন্না মা’আল ‘উসরি ইউসরান, ইন্না মা’আল ‘উসরি ইউসরা”

ইংরেজী উচ্চারণঃFa Inna Ma’al Usri Yusra – Inna Ma’al Usri Yusra

১০। সূরা আল ইমরানঃ আয়াত ৩৮

رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةًۭ طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ

বাংলা উচ্চারণঃ রাব্বি হাবলী মিল্লাদুনকা যুররিইইয়াতান তাইয়িবাতান ইন্নাকা ছামী‘উদ্দু‘আই।

ইংরেজী উচ্চারণঃ Rabbi Habli Milladunka Jurriyatan Tayebatan Innaka Sami’Uddu’Aie.

বাংলা অর্থঃ হে আমার রব! আমাকে তুমি তোমার নিকট থেকে সৎ বংশধর দান কর। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবনকারী।

ফজিলতঃ এই আয়াত দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সৎ বংশধর চাওয়া হয়েছে। বারংবার এই আয়াত পাঠ করার ফলে আল্লাহ্ সন্তান সন্ততিতে বরকত প্রদান করেন। তাদের সুপথে পরিচালনা করেন। তাই এর ফজিলত অসামান্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here