বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফল ভাবে ‘স্টেন্ট’ বসানো হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান তিনি।
৭৬ বছর বয়সী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে তাকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা তার এনজিওগ্রাম করলে হার্টের ব্লক ধরা পড়ে । এরপর চিকিৎসকরা সেটা সফলভাবে ব্লক দূর করে সেখানে তারা স্টেন্ট বসিয়েছেন। চিকিৎসকরা আশা করছেন, আপাতত তিনি হৃদরোগ থেকে মুক্তি পাবেন।
এছাড়াও তিনি বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা ধরণের অসুখে ভুগছেন।
দলের মহাসচিব আবারও খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান।