প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) মহামারি মোকাবেলায় জরুরি স্বাস্থ্যসেবাখাতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে দশ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় ১৭টি মেডিকেল কলেজে আইসোলেশন এবং সিসিইউ ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার সুবিধা বাড়াতে ১৯টি পরীক্ষাগারের মানোন্নয়ন করা হবে।

এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক সাফল্যের পথে কোভিড-১৯ মহামারী যখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন এডিবি পাশে এসে দাঁড়িয়েছে।

এই প্রকল্প জরুরি স্বাস্থ্য সরঞ্জাম সংগ্রহ ও সরবরাহ, রোগ নির্ণয় ব্যবস্থা এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলার শক্তি অর্জনে বাংলাদেশকে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here