Garments

ঢাকায় প্রবেশে কারখানার পরিচয়পত্র বা আইডি কার্ড প্রদর্শন করতে হবে পোশাকশিল্পের শ্রমিকদের। পরিচয়পত্র না দেখাতে পারলে ঢাকার প্রবেশপথেই তাঁদের আটকে দেওয়া হবে।

শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) থেকে আজ শনিবার নির্দেশনাটি দিয়েছে। এটি বাস্তবায়নে পুলিশের মহাপরিদর্শক, শিল্প পুলিশের মহাপরিচালকসহ অন্যান্য সরকারি দপ্তরে নির্দেশনার অনুলিপি পাঠিয়েছে অধিদপ্তর।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারী ঠেকাতে গত ২৬ মার্চ সাধারণ ছুটির মাধ্যমে দৃশ্যত লকডাউন শুরু হয়। এক মাস গড়ানোর পর গত সপ্তাহে পোশাক কারখানাগুলো খুললে গণপরিবহন বন্ধের মধ্যেও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর পানে শ্রমিকদের ঢল নামে।

স্থানীয় শ্রমিকদের দিয়ে কারখানা চালু করতে বলা হলেও বাস্তবে তা দেখা না দেওয়ায় একে করোনাভাইরাস বিস্তারের বড় ঝুঁকি হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা; এভাবে কারখানা খোলার সমালোচনাও চলছে।

নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায় বলেন, করোনার ঝুঁকির মধ্যে পোশাকশ্রমিকদের ঢাকায় ফেরা ঠেকাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here