করোনায় মহামারি সংক্রমণ ঠেকাতে কারাগারগুলোতে ভিড় কমাতে দ্বিতীয় ধাপে ৩৮৫ জনকে মুক্তি দেয়া হচ্ছে। করোনাকালে প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে ৩-৬ মাস সাজা খাটা এসব বন্দিদের মুক্তি দিতে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (বন্দি ও পরিসংখ্যান) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের মধ্যে দ্বিতীয় ধাপের ৩৮৫ জন বন্দি মুক্তি পাবেন বলে আশা করছি।

ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী, তিন মাস ছয় মাস সাজাভোগকারী, তিন মাস পর্যন্ত সাজাভোগকারী বন্দিরা মহামারীর কারণে এই মুক্তির সুযোগ পাচ্ছেন।

সেই হিসেবে গতকাল শনিবার প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেওয়া হয়। আজ রবিবার দুই ধাপে মুক্তি পাবেন ৫৫৫ জন বন্দি।

নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের স্টাফ কোয়ার্টারে থেকে বিভিন্ন হাসপাতালে বন্দিদের ডিউটি দেওয়ার সময় ১২ জন কারারক্ষী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন কোনো বন্দি কারাগারে আনা হলে তাকে ১৪ দিন আলাদা রাখা হয় এবং তারপর অন্য বন্দিদের সঙ্গে রাখা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here