করোনা মহামারির সংক্রমণে এ পর্যন্ত দেশের নিম্ন আদালতের ৩৭ জন বিচারক ও ১০১ জন কর্মচারী আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকদের মধ্যে একজন এবং দুই জন কর্মচারী মারা গেছেন।
এছাড়া, সুপ্রিম কোর্টের ৩৮ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সোমবার (২৯ জুন) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন অধস্তন আদালতের ১০ জন বিচারক। আর লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ ) ফেরদৌস আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জুন ঢাকার সিএমএইচে মৃত্যুবরণ করেন।
সুপ্রিম কোর্ট থেকে আক্রান্ত বিচারক এবং কর্মচারীদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা জজদের অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে সুপ্রিম কোর্ট হতে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রধান বিচারপতিকে সবকিছু অবহিত করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।